নভেম্বরেই কলকাতার তাপমাত্রা নামল ১৯-এ, কনকনে ঠান্ডা শীঘ্রই?
আজ তক | ১৭ নভেম্বর ২০২৪
নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যজুড়ে শীতের আবহ শুরু হয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে শীতের আমেজ আরও বাড়িয়ে তুলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এমন মনোরম আবহাওয়াই বজায় থাকবে।
কলকাতার তাপমাত্রা ২০-র নীচে
চলতি বছর মার্চ মাসে শীত বিদায় নেওয়ার সময় কলকাতায় শেষবার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে ছিল। প্রায় আড়াইশো দিন পর শনিবার রাতে কলকাতার পারদ ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। রবিবার ভোরে ও রাতে বেশ কিছু এলাকায় শীত অনুভূত হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণবঙ্গে
উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।
তাপমাত্রা আরও নামার সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৪ থেকে ৯৩ শতাংশ।
শীতের আমেজ বজায় থাকবে সপ্তাহজুড়ে
রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। কলকাতায় আগামী সপ্তাহেও শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। সকাল এবং রাতে শীতের অনুভূতি বাড়বে। তবে রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে জেট স্ট্রিম উইন্ডস এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে। এর প্রভাব পশ্চিমবঙ্গের উপর পরোক্ষভাবে পড়তে পারে। তবে আপাতত শীত উপভোগ করার মতো আবহাওয়া রাজ্যে বিরাজ করবে।