• এবার রাজ্য জুড়েই শীতের আমেজ, দৃশ্যমানতা কমবে হু হু করে! ঠান্ডার প্রথম স্পেল কতদিন স্থায়ী হবে?
    ২৪ ঘন্টা | ১৭ নভেম্বর ২০২৪
  • সন্দীপ প্রামাণিক: উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা। সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা। উইকেন্ডে রাজ্য জুড়েই শীতের আমেজ। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহ জুড়ে।

    সিস্টেম 

    পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে উত্তর‌-পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। উত্তর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। শ্রীলঙ্কা উপকূলে কোমোরিন এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

    দক্ষিণবঙ্গে

    মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাতেও। এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    উত্তুরে হাওয়ায় মনোরম পরিবেশ। পারাপতন শুরু হয়েছে। পশ্চিমের জেলায় পারাপতন একটু বেশি। আগামী দুদিনে‌ আরো ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলায়। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গে

    ঘন কুয়াশার সতর্কতা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ আগামী এক সপ্তাহ। আজ ও কাল দুদিন বিহার-সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।

    কলকাতায়


     


    উইকেন্ডে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরো নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা।  শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই। 

    কলকাতার তাপমান

    আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৩ শতাংশ। 

    ভিনরাজ্যে 

    কেরল ও মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকল ও কর্ণাটকেও। ঘন কুয়াশার দাপট পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় ও বিহারে, উত্তর প্রদেশ রাজস্থান ও হিমাচল প্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশ ও সিকিমে কুয়াশার দাপট বেশি থাকবে।

  • Link to this news (২৪ ঘন্টা)