• ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ
    আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৪
  • ওয়াকফ বিলের বিরোধিতা করে কংগ্রেস যে ‘ওয়াকফ বাঁচাও আন্দোলন’ করছে, শনিবার রাজাবাজারে সেই কর্মসূচিই নেওয়া হল। প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতারের নেতৃত্বে এ দিন ওই কর্মসূচি নেওয়া হয়।

    এর আগে ১৪ নভেম্বর কলাবাগানেও সভা হয়েছিল। শামিম বলেন, “বাংলার সব জেলায় এই বিলের বিরুদ্ধে সভা করে মানুষকে এক জোট করা হবে।” কর্মসূচিতে যোগ দিয়ে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীও। তাঁর বক্তব্য, “মেরুকরণের জন্যই এই বিল আনা হয়েছে। এর বিরুদ্ধে সংসদে কংগ্রেস সাংসদেরা এবং বাইরে আমরা দলের কর্মীরা লড়ছি।”

  • Link to this news (আনন্দবাজার)