শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা ১৯ ডিগ্রিতে নেমে গিয়েছে। পুরুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শ্রীনিকেতন (১৩.৬ ডিগ্রি সেলসিয়াস), ঝাড়গ্রাম (১৪.৫ ডিগ্রি সেলসিয়াস) এবং সিউড়িতে (১৫ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির কম। দমদমে ১৭.২ ডিগ্রি, বর্ধমানে ১৬ ডিগ্রি, আসানসোলে ১৬.১ ডিগ্রি পর্যন্ত পারদ নেমেছে।
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে। সেই কারণে আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের দু’দিনে তাপমাত্রার হেরফের হবে না। আগামী দু’দিনের জন্য পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আলিপুর।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা আগের চেয়ে কমেছে। দার্জিলিঙে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, কালিম্পঙে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নেমেছে। রাজ্যের কোনও জেলাতেই তাপমাত্রা ২০ ডিগ্রি বা তার উপরে নেই। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। অন্তত দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে হিমালয় সংলগ্ন এলাকায়। তার পরের দু’দিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া।