ঠিক কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে শনিবার বেলডাঙার যত্রতত্র গন্ডগোল শুরু হয়। ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়িঘরে। অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায়। ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু ব্যক্তিকে। এলাকাবাসীর অভিযোগ, মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। তাতে বেশ কয়েক জন আহতও হয়েছেন। পাশাপাশি রাত থেকে বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বেলডাঙার বিভিন্ন জায়গায় পুলিশ টহল দিচ্ছে। দু’পক্ষকে সংযত থাকার বার্তা দেন জেলা পুলিশ সুপার। তিনি বলেন, ‘‘স্থানীয় একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। আমরা দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছি। সবাইকে অনুরোধ করব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সাহায্য করুন। উভয় পক্ষের কাছে আবেদন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’’