• কমপক্ষে ৮ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করেছেন, দিনহাটায় গ্রেফতার প্রাইমারি শিক্ষক
    ২৪ ঘন্টা | ১৭ নভেম্বর ২০২৪
  • রণজয় সিংহ: ট্যাবের টাকা জালিয়াতিকান্ডে মালদহ পুলিশের হাতে ধৃত কোচবিহারের দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। কোচবিহারের সিতাই সিংমারী স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ। গত আট বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত।

    পুলিশের প্রাথমিক জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন ব্যাংকে মনোজিতের নামে অন্তত ২০টি একাউন্ট রয়েছে। নিজে অন্তত আটটি একাউন্টে ট্যাবের টাকা গায়েব করেছে মনোজিৎ। শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়েছে মনোজিৎ। ধৃতকে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। ১০ দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে পুলিস।

    অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ধৃত সেরাজুল মিয়াকে আদালতের নির্দেশে ১০ দিনের নিজেদের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করার পর আরও এক যুবককে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিস। গতকাল রাত্রে কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিত বর্মন নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এদিকে মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিসের পক্ষ থেকে যে পাঁচটি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে দুটি মামলার দায়িত্ব নিল সিআইডি। বাকি তিনটি তদন্ত করছে মালদা জেলা পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)