পুলিস সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম সঞ্জয় সরকার। মুকুন্দপুর বাসস্ট্যান্ডের কাছেই তাঁর সোনার দোকান। নাম, গীতাঞ্জলী জুয়েলার্স। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। অন্যন্য দিনের মতোই আজ ররিবার সকালেও দোকানে যথারীতি দোকানে বসেছিলেন সঞ্জয়।
অভিযোগ, দোকানে ঢুকে পড়ে দু'জন দুষ্কৃতী। দোকান মালিকের গলায় ছিল একটি সোনার চেন। সেই চেন ও দোকান থেকে গয়না লুঠের চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ মারা হয় সঞ্জয়ের গলায়! রক্তাক্ত অবস্থায় দু'জনকে ধরে ফেলেন তিনি নিজেই। এরপর চিত্কার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ব যাদবপুর থানার পুলিসও। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়।
পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম দীপঙ্কর ও সাগর। কী কারণে দোকানে এসেছিল তারা? ছিনতাইয়ের জন্য়ই কি এই হামলা? শুরু হয়েছে তদন্ত। দোকানের সিসিটিভি ফুজে খতিয়ে দেখছে পুলিস। আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী বলেন, 'আমি চিনি না কাউকে। কেন করল, আমাকে জানতে হবে। সেরকম তো কোনও ব্যাপারই নেই। ও তো জাস্ট দোকান আর বাড়ি। শত্রু বলে জানা নেই'।