• প্রাক্তন পঞ্চায়েত প্রধানের হুমকির জেরে আত্মহত্যা! কৃষ্ণনগরের উদ্ধার সিভিকের ঝুলন্ত দেহ
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৪
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: কৃষ্ণনগরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু! রবিবার সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূলের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের হুমকির জেরে আত্মহত্যা করেছেন তিনি। কোতোয়ালি থানার পুলিশ দেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভলান্টিয়ারের নাম মাধব সর্দার। বয়স আনুমানিক ৩৮ বছর। তিনি কোতোয়ালি থানার উসিদপুর এলাকার বাসিন্দা। মাধব কোতোয়ালি থানাতেই কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান অসিত মাধবকে হুমকি দিয়েছিলেন। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই এই আত্মহত্যা বলে দাবি পরিবারের। তবে ঠিক কী বলেছিলেন তিনি, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অস্পষ্ট হুমকি দেওয়ার কারণও।

    মৃতের স্ত্রী পুষ্পরানি সর্দার বলেন, “প্রাক্তন প্রধান অসিত ওকে হুমকি দিয়েছিল বলে বাড়িতে জানিয়েছিল। সেই ভয় থেকেই ও আত্মহত্যা করেছে। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ পাশের আমবাগানে ওর দেহ পাওয়া যায়।” কী নিয়ে অসিতের সঙ্গে মাধবের সমস্যা, সেই বিষয়ে পরিবার কিছু জানে না বলে দাবি করেছেন মৃত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)