• হাওড়ায় দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের নামফলক লাগানো গাড়ি, বেপরোয়া গতির বলি চালক-সহ ৩
    প্রতিদিন | ১৭ নভেম্বর ২০২৪
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার প্রাক্তন চালকের গাড়ি। বেপরোয়া গতির বলি বিধায়কের প্রাক্তন চালক-সহ আরও ২ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দুজন। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিধায়ক। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরের কাছে ফরসোর রোডে।

    দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর প্রাক্তন চালক মহম্মদ মুস্তাক খানের মৃত্যু হয়েছে। তাঁর সঙ্গে বারো বছরের এক নাবালক ছিল, দুর্ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। হাওড়া হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। নাম সারা মুস্তাক। বাকিরা হাসপাতালে ভর্তি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে তাঁর নামের স্টিকারও লাগানো ছিল। 

    জানা গিয়েছে, নিজের আত্মীয়দের হাওড়ার বাঁকড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুস্তাক। রাত একটা নাগাদ সেখান থেকে ওয়াটগঞ্জে ফিরে ফের বাঁকড়ায় আসছিলেন মুস্তাক। চালকের আসনে ছিলেন মুস্তাকই।সেই সময় গাড়ির গতি ছিল ঊর্ধ্বমুখী। প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চলছিল। ফরসোর রোডে প্রথমে একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। তার পর আবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলারে ধাক্কা মেরে তার নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক ও সঙ্গে থাকা নাবালকের। বাকিদের উদ্ধার করে প্রথমে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে পাঠানো হয়। 
  • Link to this news (প্রতিদিন)