• রাস দেখার নাম করে ডেকে নিয়ে গিয়ে কৃষ্ণনগরে বন্ধুকে খুনের অভিযোগ, পলাতক যুবক
    আনন্দবাজার | ১৭ নভেম্বর ২০২৪
  • কৃষ্ণনগরে একটি আমবাগান থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ঋত্বিক মুন্সি। ২৩ বছরের ওই যুবক কলকাতার একটি হোটেলে কাজ করতেন। সম্প্রতি রাস দেখার জন্য শান্তিপুরের বাড়িতে এসেছিলেন। শনিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন তাঁর বন্ধু সৌরভ। ওই যুবকের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। সৌরভ এখন পলাতক।

    পুলিশ জানিয়েছে, ঋত্বিক শান্তিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বের পাড়ার বাসিন্দা। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার দুর্গাপুর এলাকায় একটি আম বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঋত্বিককে তাঁর বন্ধু সৌরভ রাস দেখার জন্য ডাকতে আসেন। এর পর ঋত্বিক নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বার হন। রাত বাড়লেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বার বার ফোনে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শেষে সৌরভ ফোন ধরে তাঁদের জানান, ঋত্বিক অসুস্থ হয়ে পড়েছে। তবে তিনি সব সামলে নেবেন। রবিবার সকালে সৌরভের মা ঋত্বিকের বাড়িতে গিয়ে তাঁর স্কুটির চাবি দিয়ে আসেন। তার কিছু ক্ষণ পরে পরিবারের কাছে খবর আসে যে, আম বাগান থেকে ঋত্বিকের দেহ উদ্ধার করেছে পুলিশ।

    মৃতের পরিবারের অভিযোগ, সৌরভই পরিকল্পিত ভাবে খুন করেছেন তাদের ছেলেকে। তাদের দাবি, সৌরভ প্রায়ই জোর করে ঋত্বিককে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। কৃষ্ণনগর কোতোয়ালি এবং শান্তিপুর থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সৌরভ এখনও পলাতক রয়েছে। ঋত্বিকের মা কাশ্মীরা মুন্সি বলেন, ‘‘আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’’ মৃতের দাদু আব্দুল হাকিম মুন্সির দাবি, ‘ষড়যন্ত্র’ করে খুন করা হয়েছে ঋত্বিককে।

  • Link to this news (আনন্দবাজার)