এমনিতেই নিরলস এই পরিশ্রমের জন্য ফি বছর অতিরিক্ত ১০ দিনের জন্য ছুটি পান জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীরা। কিন্তু সেই ছুটির মেয়াদ বাড়িয়ে এ বছর থেকে ১৫ দিন করা হল। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর থেকে ফিরে রাজারহাটে বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানেই পুরস্কার হিসাবে তিনি পুলিশবাহিনীর জন্য অতিরিক্ত ১৫ দিন ছুটির ঘোষণা করেন। কিন্তু নবান্নের একটি সূত্র জানাচ্ছে, শুধু পুলিশবাহিনীই নয়, দমকল বিভাগ, বিভিন্ন পুরসভার প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের ছুটি না পাওয়া আধিকারিক ও কর্মীরাও সবেতন এই ১৫ দিনের ছুটি পাবেন। নবান্নের একটি সূত্র জানাচ্ছে, যাঁরা সরকারের জন্য অতিরিক্ত পরিশ্রম করেন, তাঁদের জন্য সরকারও বাড়তি কিছুর উদ্যোগ নেয়। সেই কারণেই ছুটির মেয়াদ বাড়িয়ে ১০ থেকে ১৫ দিন করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ছুটি নিজেদের সুবিধামতো নিতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী তথা আধিকারিকেরা।