• বন্দুক ঠেকিয়ে লটারির টিকিট নিয়ে গেল দুষ্কৃতী
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: ভর দুপুরে বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ছিনতাই খড়িবাড়িতে। রবিবার থানঝোড়া মোড় সংলগ্ন রুপনজোতে ঘটনাটি ঘটে।  এক লটারির টিকিট বিক্রেতার থেকে টাকা ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতী। নিয়ে গিয়েছে লটারির টিকিটও। স্থানীয় সূত্রে খবর, এলাকার এক টিকিট কাউন্টারের সামনে আচমকা এক দুষ্কৃতী বাইক নিয়ে দাঁড়ায়। এরপর ফিল্মি কায়দায় বন্দুক দেখিয়ে হুমকি দেয়। টিকিট বিক্রেতাকে প্রাণে মারার ভয় দেখিয়ে নগদ প্রায় ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। লটারির টিকিট নিয়েও চম্পট দেয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিস। লটারি বিক্রেতা ধর্মবীর মাহাত বলেন, এক অপরিচিত যুবক কাউন্টারের সামনে এসে প্রথমে পেট্রল পাম্পের কথা জিজ্ঞেসা করে। তারপরই বন্দুক দেখিয়ে ব্যাগে থাকা টাকা  সহ লটারির কয়েকটি বান্ডিল নিয়ে চম্পট দেয়। 


    এদিকে পুরও ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক জাঁকিয়ে বসেছে। স্থানীয় বাজারের দিনে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিসের নিয়মিত টহলদারি দাবি জানান স্থানীয়রা। যদিও পুলিস অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)