• প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু, প্রতিবাদে রাজ্য সড়কে অবরোধ
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরুলিয়া: শীতের সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু। আর তার প্রতিবাদে সোমবার সকালে রাজ্য সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। আজ, সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুড়িয়া থানা এলাকায়। এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক বৃদ্ধের। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যান নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।


    অবরোধের জোরে রাজ্য সড়কে সাতসকালেই ব্যাপক যান জটের সৃষ্টি হয়েছে। দাঁড়িয়ে পড়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি। রাস্তা অবরোধের খবর পেয়ে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।


    স্থানীয় সূত্রে জানা খবর, প্রতিদিনের মতো এদিনও নিতুড়িয়া থানার মেকাতলা গ্রামের বাসিন্দা শ্যামপদ রাউত (৬৫) প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। অভিযোগ, পুরুলিয়া - বরাকর রাজ্য সড়ক দিয়ে প্রাতঃভ্রমণের সময় কোনও একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখানেই বৃদ্ধের মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)