নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। বঙ্গুজুরে অনুভুত হচ্ছে শীতের আমেজ। গতকাল রবিবার থেকেই তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। আজ সোমবার তা আরও কমল। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস বলেই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। তা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। শুধু তাই নয়, শীতের প্রথম ইনিংসের এই আমেজ গোটা সপ্তাহজুড়েই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি শীতের সঙ্গী কুয়াশার জন্যও সাতটি জেলায় জারি করা হয়েছে সতর্কতাও।
আজ সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং কল্যাণীতে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ১৬, কোচবিহারে ১৬.৭, রায়গঞ্জে ১৫.৯ এবং কালিম্পংয়ে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সঙ্গী কুয়াশার দাপটও এবার বাড়তে চলেছে জেলাগুলিতে। এমনটাই দাবি হাওয়া অফিসের। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে বলে জানানো হয়েছে। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে এবং মনোরম আবহাওয়া থাকবে।