চার মাস পর এনজেপি থেকে পর্যটকদের নিয়ে দার্জিলিংয়ে ছুটল হেরিটেজ টয় ট্রেন
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, শিলিগুড়ি: চার মাস পর এনজেপি থেকে পর্যটক নিয়ে দার্জিলিংয়ের পথে ছুটল হেরিটেজ টয় ট্রেন। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এনজেপি থেকে ৩৫ জন দেশ-বিদেশের পর্যটক নিয়ে টয় ট্রেন যাত্রা শুরু করে। যদিও প্রথম দিনেই সমস্যা দেখা দেয় বলে জানা গিয়েছে। তিনধারিয়া ও চুনাভাটির মাঝে এই টয় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর মেলে। জঙ্গলের মধ্যে ট্রেনটি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ।
যদিও এমন খবরের সত্যতা স্বীকার করেননি দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর প্রিয়াংশু এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। তাঁরা বলেন, এধরনের কোনও ঘটনার কথা জানা নেই। সময়মতোই টয় ট্রেন কার্শিয়াং ছেড়ে দার্জিলিংয়ের উদ্দেশে গিয়েছে।
গত ৫ জুলাই থেকে টয় ট্রেনের এই রুট বন্ধ ছিল। এদিন নতুন করে টয় ট্রেনের যাত্রা শুরুর সঙ্কেত দেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। তিনি বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করা সম্ভব নয়। বর্ষায় পাহাড়জুড়ে বৃষ্টিতে ধস নামার ফলে প্রতি বছরই টয় ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এবারও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ জুলাই থেকে আমরা এই রুটে টয় ট্রেন বন্ধ রেখেছিলাম। বেশকিছু জায়গায় লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
টয় ট্রেনে সওয়ার হতে গোয়া থেকে এসেছিলেন সময় শেঠি ও তাঁর বন্ধুরা। তিনি বলেন, গতবার দার্জিলিং ঘুরে গিয়েছি। এনজেপি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে তা পূরণ হচ্ছে। ট্রেনে চেপে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে দার্জিলিংয়ে পৌঁছনোর রোমাঞ্চই আলাদা।
গত চার মাস বন্ধ থাকায় এবার পুজো মরশুমে পর্যটকরা এনজেপি থেকে টয় ট্রেনে চেপে পাহাড় যাওয়ার সুযোগ পাননি। বড়দিনে সেই সুযোগ পর্যটকদের সামনে আসায় পর্যটন ব্যবসায়ীরা খুশি। এদিকে, টয় ট্রেনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে এবারও ঘুম উৎসবের আয়োজন করেছে দার্জিলিং হিমালয়ান রেল। এদিন ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, আগামী ২৩ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঘুম উৎসব চলবে। পর্যটকদের কাছে পাহাড়ের সংস্কৃতি ও টয় ট্রেনের ইতিহাস তুলে ধরা হবে।