• ‘ফাস্ট ট্র্যাক’ স্নাতক ডিগ্রি, চলছে বিতর্ক
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৪
  • জাতীয় শিক্ষানীতি অনুসারে এখন তিন বছরের বদলে স্নাতক স্তরের চার বছরের অনার্স কোর্স চালু করা হয়েছে। কিন্তু সম্প্রতি ইউজিসি চেয়ারম্যান এম জগদেশ কুমার জানিয়েছেন, তাঁরা পরিকল্পনা করছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কোনও পড়ুয়া চাইলে এই চার বছরের কোর্স তিন বছরেও শেষ করে ডিগ্রি নিতে পারেন। কিন্তু ‘ফাস্ট ট্র্যাক’ এই পরিকল্পনায় বিতর্ক দেখা দিয়েছে।

    সম্প্রতি আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান এই কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতি অনুসারে তিন বছরের স্নাতক ডিগ্রির জন্য যাঁরা পড়ছেন, তাঁরাও চাইলে আড়াই বছরে সেই পঠনপাঠন শেষ করে ডিগ্রি পেতে পারেন। রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুটা) সভাপতি শুভোদয় দাশগুপ্ত এ দিন বলেন, “জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাব‍্যবস্থাকে ধ্বংসের পূর্ণাঙ্গ রূপরেখা রচনা করা হয়েছে। পড়া ছেড়ে একাধিক বার বেরিয়ে যাওয়া আবার ঢোকার ব্যবস্থা, অ্যাকাডেমিক ব‍্যাঙ্ক অব ক্রেডিট— এ সবের মাধ‍্যমে শিক্ষাক্ষেত্র অন্তঃসার শূন‍্য করা হয়েছে। এখন চারের বদলে তিন বছরে ডিগ্রি সম্পন্ন করার ছাড়পত্র দেওয়া মানে শিক্ষাব‍্যবস্থার কফিনে আর একটি পেরেক।”

    যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “এমনিতেই কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলি পরিকাঠামোর অভাবে ধুঁকছে, এর উপরে কিছু ছাত্রের জন্য চার বছরের কোর্সকে তিন বছরে, তিন বছরের কোর্সকে আড়াই বছরে শেষ করতে বলা হলে তো সরকারি উচ্চ শিক্ষা ব্যবস্থাটাকেই গুলিয়ে দেওয়া হবে। এর ফলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আরও ছাত্র কমবে।”

  • Link to this news (আনন্দবাজার)