• পরিত্যক্ত কারখানার ছাদ ভেঙে মৃত্যু দুই যুবকের
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৪
  • একটি পরিত্যক্ত কারখানার ছাদ ভেঙে মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার কনভেন্ট রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মুজিবুর রহমান (৩৪) এবং শাহিদুর রহমান (৪২)। তাঁরা ঘটনাস্থলের কাছাকাছি থাকতেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহিদুর নিরাপত্তারক্ষীর কাজ করতেন। মুজিবুরের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। এ দিন রাতে দু’জনে ওই পরিত্যক্ত কারখানাটির পাশ দিয়ে যাওয়ার সময়ে ভিতর থেকে একটি শব্দ শোনেন। কোথা থেকেশব্দটি আসছে, তা দেখতে ভিতরে ঢোকেন তাঁরা। সেই সময়েই শাহিদুর ও মুজিবুরের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার ছাদের একাংশ। বিকট শব্দ শুনেআশপাশের লোকজন ছুটে আসেন। ছুটে আসেন শাহিদুরের স্ত্রীও। প্রথমে চাঙড়ের নীচ থেকে দু’জনকে উদ্ধার করা যাচ্ছিল না। অনেকচেষ্টার পরে শাহিদুর ও মুজিবুরকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁদের এন আর এসমেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

    খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার আধিকারিকেরা জানিয়েছেন, ২৩, কনভেন্ট রোড ঠিকানায় এই বাড়িটি আগে রাসায়নিকের কারখানা ছিল। গত প্রায় ৩০ বছর যাবৎসেটি বন্ধ হয়ে পড়ে আছে। কেন ওই দুই যুবক কারখানাটির ভিতরে ঢুকলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিত্যক্ত কারখানাটি আজ, সোমবার থেকে ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেপুরসভা।

    এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিত্যক্ত কারখানাটির চারদিক দিয়ে গাছের শিকড় উঠে গিয়েছে। বাড়িটির সামনের অংশ তেতলা, পিছন দিকটি কারখানার ছাউনির মতো করা। সেই ছাউনির প্রায় পুরোটাই ভেঙে পড়েছে।

  • Link to this news (আনন্দবাজার)