মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করা হয়। রাস্তার ধারের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই সরফরাজ নামে এক জনকে শনাক্ত করে জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযোগ, ফুটপাথের ধারে মাঝবয়সি ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করছিলেন তিনি। ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সরফরাজকে পাকড়াও করে পুলিশ। তাঁর বাড়ি কলকাতার এমএম বর্মণ স্ট্রিট এলাকায়। একটি গামছাও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের সন্দেহ, ওই গামছাটি ব্যবহার করেই শ্বাসরোধ করার চেষ্টা হয়েছিল।
যদিও শ্বাসরোধ করার কারণেই মৃত্যু হয়েছে কি না, সেটি এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় মৃতের শরীর থেকে রক্তপাত হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশকর্মীরা। মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা করছে জোড়াসাঁকো থানার পুলিশ। পাশাপাশি রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।