• আবার অ্যাক্রোপলিস মলে আগুন, এবারও সেই ফুডকোর্ট
    আজ তক | ১৮ নভেম্বর ২০২৪
  • ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে। সোমবার সাতসকালে অ্যাক্রোপলিস মলের চারতলায় ফুডকোর্টে আগুন লাগে। জানা গিয়েছে একটি মোমো-র চেইন রেঁস্তোরা থেকে হঠাতই ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়াতে শুরু করে। তবে মলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার মাধ্যমেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসে যায় বলে খবর। দমকলবাহিনীকেও দ্রুত খবর দেওয়া হয়।

    আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। অ্যাক্রোপলিস মলে বিভিন্ন দোকান ছাড়াও এর উপরের তলায় বহু বেসরকারি সংস্থার দফতর রয়েছে। সেখানে নিত্যদিন বহু অফিস কর্মী কাজ করেন। সপ্তাহের প্রথম দিনই অফিস আওয়ারের শুরুতে এমনটা ঘটায় হতচকিত হয়ে যান তাঁরা। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়ায় একদিকের প্রবেশপথ দিয়ে তাঁদের অফিসের ফ্লোরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুড কোর্টের ওই নামী চেইন রেস্তোরাঁর স্টলে কোনওভাবে আগুন লাগে। তবে আগুন নেভানোর স্বয়ংক্রিয় যন্ত্র দ্রুত অ্যাকটিভেট হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফুড কোর্ট ফাঁকাও করে দেন কর্মীরা। এর ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। 

    উল্লেখযোগ্য বিষয়টি হল, চলতি বছরই কসবার এই মলে আগুনের ঘটনা ঘটেছিল। ১৪ জুন, ২০২৪-এ অ্যাক্রোপলিস মলের চারতলার এই ফুডকোর্টেই আগুন লাগে। সেবারে যদিও আগুনের মাত্রা, এইবারের তুলনায় বেশি ছিল। দ্রুত বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল সকলকে। দমকলকর্মীদের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে এসেছিল। এর  মাত্র ৫ মাসের মধ্যেই ফের আগুনের ঘটনা। ফলে গোটা পরিস্থিতি নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। বারবার কেন আগুন লাগছে তাই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। উল্লেখ্য, এর আগের বারেও এই ফুড কোর্টেই আগুন লেগেছিল।

     
  • Link to this news (আজ তক)