সাইবার প্রতারণায় যুক্ত বিজেপি কর্মী, উদ্ধার জালনোটও, গ্রেপ্তার
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দুবরাজপুর: জালনোট সহ একাধিক সাইবার প্রতারণায় কাজে যুক্ত থাকার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল খয়রাশোল থানার পুলিস। গতকাল অর্থাৎ রবিবার আমাজোলা গ্রামের বাসিন্দা অভিযুক্ত মুক্তি বক্সীকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, সে বিজেপির ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপি দলের সঙ্গে যুক্ত। পুলিসের কাছে খবর ছিল, সে দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে অন্য জায়গায় পাচার করত বলেও অভিযোগ। পুলিস ধৃতের কাছ থেকে চারটি মোবাইল, এটিএম কার্ড, পাসবই, জালনোট উদ্ধার হয়েছে। আজ, সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এর আগেও সে সাইবার অপরাধে ধরা পড়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের দাবি, ঝাড়খণ্ডের নির্বাচনের জন্য সে ব্যাপক টাকা আদান-প্রদান করেছে কী না তে খতিয়ে দেখুক পুলিস।