• রানাঘাটে ৫টি বাড়িতে আগুন ধরাল অজ্ঞাতপরিচয় যুবক, চাঞ্চল্য
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: একইপাড়ায় ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ! এই দুর্ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্থানীয়রা। গতকাল অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার রায়নগর এলাকার উত্তরপাড়া পঞ্চবটিতলায়। স্থানীয়দের দাবি, রবিবার রাতে পাড়ার পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ির মধ্যে ২০০ থেকে ৩০০ মিটারের দূরত্ব রয়েছে। এলাকার একটি সিসিটিভিতে দেখা গিয়েছে, অজ্ঞাতপরিচয় এক যুবক সাইকেল নিয়ে এসে বিভিন্ন বাড়ির সামনে থাকা পাটকাঠির গাদা, রান্নাঘর, একাধিক ধানের বস্তা, জ্বালানি, খড়ের গাদা এবং স্তুপ করে রাখা বিচালির গাদায় আগুন ধরিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রতিটি জায়গাই। এরপর গ্রামবাসীরাই তৎপরতার সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার জেরে বড়সড় কোনও বিপদ ঘটেনি। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (বর্তমান)