• চন্দননগর হাসপাতাল থেকে মরণঝাঁপ রোগীর, সরব পরিবার
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক রোগী। রবিবার রাতে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে  হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালে। ওই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও সেই দাবি উড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি হাসপাতালে তাণ্ডব শুরু করেছিলেন।


    হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাকর্মীদের অপারেশনের ছুরি ধরে ভয় দেখিয়ে ওই রোগী ছাদে চলে যান। তারপরে ঝাঁপ দেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রকাশচন্দ্র বাইন(৪৩)। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পেশায় গাড়িচালক ওই ব্যক্তি কাজের সূত্রে চন্দননগরের মহাডাঙা কলোনিতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর ধরে তিনি চন্দননগরেই ছিলেন।


    রবিবার রাতের ওই ঘটনার পরে সোমবার সকালেই হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। তিনি হাসপাতাল সুপারকে নিয়ে মহকুমা হাসপাতাল ঘুরে দেখেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গাফিলতির অভিযোগ মানতে চাননি। তিনি বলেন, খুবই দুভার্গ্যজনক ঘটনা। মৃতের পরিবার কোনও নির্দিষ্ট অভিযোগ করেননি। যদি ওই পরিবার অভিযোগ করে তবে আইন মোতাবেক পদক্ষেপ হবে।


    হাসপাতাল সুপার সন্তু ঘোষ বলেন, “ওই ব্যক্তি নিয়মিত মদ খেতেন। দিনকয়েক হাসপাতালে থাকার কারণে তাঁর মদ খাওয়া হয়নি। তাতেই তিনি হিংস্র হয়ে ওঠেন। হাসপাতালে নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা তাঁকে আটকানোর প্রয়াস করেছিল। কিন্তু তিনি ছুরি ধরে ভয় দেখিয়ে ছাদে চলে যান। সেখান থেকে ঝাঁপ দেওয়ার পরেও আমরাই তাঁকে উদ্ধার করি। অপারেশন করে বাঁচানোর চেষ্টাও করি। কিন্তু দুর্ভাগ্যবশত তা সফল হয়নি।”
  • Link to this news (বর্তমান)