নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুজল প্রসাদ ও সানি দাসকে গ্রেপ্তার করল পুলিস। আজ, সোমবার সকালে তাঁদেরকে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। ফলে এই খুন কাণ্ডে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে আরও কয়েকজন অভিযুক্ত পলাতক বলেও জানানো হয়েছে।
এদিন, মূল অভিযুক্তকে পাকড়াও করার পর সাংবাদিক বৈঠকে বসেন, পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। তিনি জানান, খুন করার পর অভিযুক্তরা প্রথমে বিহারে পালিয়ে গিয়েছিল। পরে পুলিসের চাপে তারা সেখান থেকে বেরিয়ে যায়। অবশেষে আজ সকালে বর্ধমান থেকে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগের বিশেষ টিম তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে দুটি ওয়ান শটার পিস্তলও উদ্ধার করা হয়েছে।
অলক রাজোরিয়া জানান, ২০২০ সালে খুন হওয়া আকাশ প্রসাদের মৃত্যুর বদলা নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জেল থেকে বেরিয়ে সুজল প্রসাদ ভাটপাড়া কলাবাগান অঞ্চলের কিছু ছেলেদের নিয়ে দল তৈরি করে। মূলত ১৩ নভেম্বর বুধবার সকালে সেই গ্যাঙের গুলিতে মৃত্যু হয় অশোক সাউয়ের।