হাসনাবাদের প্রাথমিক হাসপাতালের আউটডোরে আগুন, অকুস্থলে দমকল
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: আজ, সোমবার সকালে হাসনাবাদের ঘোলা ব্লক প্রাথমিক হাসপাতালের আউটডোরে আচমকা আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতাল ভবনের দোতলার আউটডোর বিভাগে প্রথমে আগুন, ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন অন্যান্য বিভাগে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় হাসপাতালের বিভিন্ন বিভাগ। তা দেখে হাসপাতালে থাকা চিকিৎসক, নার্স এবং রোগীর পরিজনেরা ছোটাছুটি শুরু করেন। অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরিজনরা রোগীদের কোনওরকমে বাইরে নিয়ে আসেন। প্রথমে হাসপাতালের কর্মী এবং স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন অকুস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের প্রায় একঘণ্টার চেষ্টায় ধীরে ধীরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডটি ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।