কসবা কাণ্ড: হামলার আগে সেকেন্ড হ্যান্ড স্কুটি কিনেছিল দুষ্কৃতীরা, ছিল ভুয়ো নম্বর প্লেটও
বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা কাণ্ডে কলকাতা পুলিসের হাতে এল নয়া তথ্য। তদন্তে উঠে এসেছে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় যে স্কুটি ব্যবহার করা হয়েছিল সেটি সেকেন্ড হ্যান্ড। খুনের পরিকল্পনার অংশ হিসাবেই সেটি মাসখানেক আগেই কেনা হয়। যার থেকে কেনা হয়েছিল তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিস। অভিযোগ, সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনার পর তাতে বসানো হয়েছিল ভুয়ো নম্বর প্লেটও। যার কোনও বৈধতা নেই। বাইপাসের ধারের একটি দোকান থেকে সেই নম্বর প্লেট বদল করা হয়েছিল। পুলিসের চোখে ধুলো দিতেই এই জাল নম্বর ব্যবহার করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কবে, কত টাকা দিয়ে স্কুটি বিক্রি করা হয়েছিল, নম্বর কী আগেই চেঞ্জ করা হয়েছিল তা জানারও চেষ্টা করা হচ্ছে।
পাশাপাশি জানা গিয়েছে, সুশান্তকে খুন করতে বিহার থেকে অস্ত্রও আনিয়েছিল গুলজার। সুপারি দেওয়া হয়েছিল ওই রাজ্যের কুখ্যাত পাপ্পু চৌধুরি গ্যাংয়ের এক সদস্যকে। তাদের পুরনো অপরাধের তথ্যও জানতে পেরেছেন লালবাজারের গোয়েন্দারা। কসবা কাণ্ডের পরই তদন্ত স্বার্থে ইতিমধ্যেই বিহারে গিয়েছে কলকাতা পুলিসের একটি দল। অন্যদিকে, তদন্তকারীরা জানতে পেরেছেন কসবায় একটি গোডাউন দখলকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত। এই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ছিল গুলজার। কারণ বছর পনেরো আগে ওই গোডাউনটি কিনেছিল গুলজার। অভিযোগ, সেই গোডাউনের দখল নিয়ে নেয় সুশান্ত ঘনিষ্ঠরা। এরপরই তৃণমূল কাউন্সলিরের উপরে হামলার ছক কষে অভিযুক্ত।