• প্রয়াত পথের পাঁচালী’র ‘দুর্গা’ উমা দাশগুপ্ত
    বর্তমান | ১৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন উমা দাশগুপ্ত- পথের পাঁচালী’র দুর্গা। সোমবার সকালে তাঁর প্রয়াণের খবর পাওয়া গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে সিনে জগত পেরিয়ে আমবাঙালির মনেও।


    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমরসৃষ্টি পথের পাঁচালীর কিশোরী দুর্গাকে পর্দায় যেন জীবন্ত করে তুলেছিলেন উমা দাশগুপ্ত। তবে ওই একটির পর আর কোনও সিনেমায় করেননি তিনি। ফলে চিরকাল বাঙালির মননে থাকলেও লাইমলাইট থেকে বরাবর দূরেই ছিলেন এই অভিনেত্রী।


    জানা গিয়েছে, বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হল পেশায় শিক্ষক এই অভিনেত্রীকে। সোমবার সকাল ৮টা বেজে ১৫ মিনিটে অজানা নিশ্চিন্দপুরের দিকে পাড়ি দিলেন ‘দুর্গা’।


    উল্লেখ্য, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উমা দাশগুপ্তর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল। কিন্তু সোমবার আর কোনও রটনা নয়। চিরবিদায় নিয়েছেন  পথের পাঁচালী’র দুর্গা।
  • Link to this news (বর্তমান)