নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে মাত্র পাঁচ মাসের ব্যবধান, তার মধ্যেই ফের আগুন লাগল বালিগঞ্জের কসবার অ্যাক্রোপলিস মলে। সোমবার সকাল নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। মল খোলার সময়েই এই বিপত্তি ঘিরে শপিং মল-এর কর্মী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, মলের থার্ড ফ্লোরে যে ফুড কোর্ট আছে, সেখানেই আগুন লাগে। চলতি বছরের জুন মাসেও এই ফুড কোর্টেই বড় আকারের আগুন লেগেছিল। তবে স্বস্তির বিষয় হল এদিন আগুন বড় আকার নেওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মলের নিজস্ব অগ্নিনির্বাপণ পদ্ধতিতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে দমকলও উপস্থিত হয়।
আগুন লাগার পরে ওই মলের কর্মী ও মলে থাকা অন্য অফিসের কর্মীদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। ফুড কোর্টের একটি অংশ থেকে ধোঁয়াও বেরোতে দেখা যায়। অন্যদিকে, আগুন লাগার বিষয়ে না জেনে সকালে মলে গেলেও ভিতরে প্রবেশ করতে পারেননি সাধারণ মানুষ। ফুড কোর্ট ছাড়া বাকি স্টোরগুলি একে একে খোলা হচ্ছে বলে জানা গিয়েছে।