• ৫ মাসের মধ্যে ফের অ্যাক্রোপলিস মলে আগুন! আতঙ্কে সাধারণ মানুষ...
    ২৪ ঘন্টা | ১৮ নভেম্বর ২০২৪
  • বিক্রম দাস: আজ থেকে ঠিক পাঁচ মাস চার দিন আগে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছিল অ্যাক্রোপলিস মলে। জুন মাসে অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে লেগেছিল সেই আগুন। সাথে সাথেই গোটা মল ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে মল থেকে বেরনোর জন্য পড়ে যায় হুড়োহুড়ি। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই সোমবার ফের আগুন আতঙ্ক। এদিন মলের ফুড কোর্টের একটি খাবারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। দোকানের রান্নার জায়গা থেকে ছড়ায় আগুন। কিন্তু মলের নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আসে আগুন। অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল মলে থাকা সকলের মধ্যে।

    পাঁচ মাস আগে দমকলের ১৫টি ইঞ্জিনের সাহাজ্যে যুদ্ধকালীন তৎপরতার মধ্যদিয়ে আগুন নেভানোর কাজ করেছিল। যদিও ওইদিনের ঘটনায় মলের ভেতর কেউ আটকে ছিল না এবং সময় থাকতেই বেড়িয়ে এসেছিল সকলে। কিন্তু সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল মলের অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা নিয়ে। প্রায় দেড় মাস বন্ধ ছিল মল। যদিও এবারের ভয়াবহতা ততটা ছিল না।

    কিন্তু আগুন ছড়িয়ে পড়লে বিরাট ক্ষতি হতে পারত বলে মনে করছেন সকলেই। অ্যাক্রোপলিসের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু বলেন, "সোমবার সকাল ১১টার দিকে ফুড কোর্টের একটি ছোট আগুন লাগে। তবে আমাদের কর্মীদের তৎপরতায় সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আসে। সাময়িক ভাবে মল বন্ধ রাখা হয়েছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরই মল খুলে দেওয়া হয়।" 

  • Link to this news (২৪ ঘন্টা)