• রাজনৈতিক গন্ডগোলে সরকারি সম্পত্তি নষ্ট হলে কড়া ব্যবস্থা নিতে হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৪
  • কোনও রাজনৈতিক ঘটনা বা কর্মসূচির পরিপ্রেক্ষিতে সরকারি সম্পত্তি নষ্ট হলে, ভাঙচুর হলে সংশ্লিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতেই হবে। সোমবার একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে কেন যথাযথ আইনি ধারা প্রয়োগ করা হয় না, তা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

    মালদহ জেলার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত ভাঙচুরের ঘটনা নিয়ে হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। ওই ঘটনায় পুলিশের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তা ছাড়া এই ধরনের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হয়নি, তা নিয়েও পুলিশের আইনজীবীর কাছে জবাব চান তিনি। উল্লেখ্য, পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আদালতে জানান, একটি পঞ্চায়েত বহির্ভূত রাজনৈতিক বিবাদের জেরে পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙচুর চালিয়েছিল এক দল দুষ্কৃতী। সরকারি সম্পত্তি নষ্ট করা হয় বলে অভিযোগ করেন তিনি। ওই মামলার শুনানিতে বিচারপতি ঘোষের মন্তব্য, ‘‘রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে?’’ পাশাপাশি অবিলম্বে অভিযোগ পুনরায় খতিয়ে দেখে উপযুক্ত ধারা প্রয়োগ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

    ওই বিষয়েও একটি রিপোর্ট জমা করতে বলা হয়েছে রাজ্য প্রশাসনকে। আগামী ১৭ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে।

  • Link to this news (আনন্দবাজার)