• ঝাড়খণ্ডের ‘প্রতারক’ তিন বছরেও ধরা পড়েনি! খোঁজ করতে সিআইডিকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট
    আনন্দবাজার | ১৮ নভেম্বর ২০২৪
  • গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিন বছর ধরে ‘নিরুদ্দেশ’ অভিযুক্তকে গ্রেফতারির ভার সিআইডিকে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রের খবর, বিগত তিন বছর ধরে নিম্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও অধরা ওই অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা দেবব্রত সেন।

    দেবব্রততে বিরুদ্ধে ২০২০ সালে ২২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ব্যারাকপুর আদালতে মামলা করেছিলেন পার্থ কর্মকার। ২০২১ সাল থেকে নিম্ন আদালতের নির্দেশ মতো হাজিরা দেননি দেবব্রত। নিম্ন আদালতে জারি হয় গ্রেফতারি পরোয়ানা. কিন্ত তা সত্ত্বেও এখনও অধরা অভিযুক্ত।

    এই পরিস্থিতিতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী পার্থ। রাজ্যের আইনজীবী আদালতে জানান, অভিযুক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা ও তদন্তের দায়িত্বে রয়েছে সেই রাজ্যের পুলিশ। সোমবার সেই অভিযুক্তকে ধরতে সোমবার রাজ্যের সিআইডিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিআইডির নিরুদ্দেশ বিভাগকে অভিযুক্তকে ঝাড়খণ্ড থেকে খুঁজে বার করার নির্দেশ দেন।

  • Link to this news (আনন্দবাজার)