• কসবাকাণ্ডে বিহার-যোগ! কাউন্সিলরের উপর হামলার নেপথ্যে ৩ শার্প শ্যুটার...
    ২৪ ঘন্টা | ১৯ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিহার থেকে ৩ শার্প শ্যুটারকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দু'জন কুখ্যাত পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য। বিহার তো বটেই, ভিন রাজ্যেও ওই ৩ শার্প শ্যুটারের বিরুদ্ধে  খুন, ডাকাতি, অস্ত্র আইনে ৩০টির বেশি মামলা রয়েছে। কসবাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিসের হাতে।

    ঘটনাটি ঠিক কী? দু'দিন পার। শুক্রবার শুক্রবার কসবা নিজের বাড়িতে সামনেই আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভরসন্ধেয় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। কোনওকারণে বন্দুক থেকে গুলি বেরোয়নি। ঘটনার পর এক অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। নাম, যুবরাজ সিং।

    পুলিস সূত্রে খবর, বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরীর নতুন সদস্য যুবরাজ। সেক্ষেত্রে ৩ শার্প শ্যুটারকে আনা হলেও কেন যুবরাজকেই ব্যবহার করা হল?  কবে এই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করল কসবাকাণ্ডে ধৃত গুলজার? তা খতিয়ে দেখা হচ্ছে। 

    এদিকে ফিরহাদ হাকিমের পর এবার পুলিসকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।  নিউ ব্যারাকপুরে পুরসভার অনুষ্ঠানে তিনি বলেন, 'কী করে কলকাতায় বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে? কী করে পুলিস? সীমানায় দেখার কেউ নেই? পুলিস কাউকে ধরতে পারে না'? সাংসদের আরও বক্তব্য, 'সুশান্তের ঘোষের উপরে আক্রমণে আমরা আহত এবং আশ্চর্য। কলকাতা শহরের মধ্যে এই ঘটনা ঘটল। সুশান্ত আমাদের দীর্ঘদিনের কর্মী'।

  • Link to this news (২৪ ঘন্টা)