• ‘বেতন পাইনি, কাজও বন্ধ’, পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভে আলো জ্বলল না চুঁচুড়ায়! অস্বস্তিতে কর্তৃপক্ষ
    আনন্দবাজার | ১৯ নভেম্বর ২০২৪
  • পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে আঁধারে ডুবল চুঁচুড়া পুরসভার বিভিন্ন রাস্তা। সোমবার সন্ধ্যা থেকে উঁচু বাতিস্তম্ভ থেকে পথবাতি— কোনও আলোই জ্বলেনি। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন পুর কর্তৃপক্ষ। অন্য দিকে, দুপুর থেকে সন্ধা পর্যন্ত পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখলেন ওই অস্থায়ী কর্মীরা।

    গত কয়েক দিন ধরে চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। অভিযোগ, গত কয়েক মাস ধরে তাঁরা অনিয়মিত ভাবে বেতন পাচ্ছেন। সোমবার পুরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পাওনা বেতন না-পাওয়া পর্যন্ত দিনে রক্ষণাবেক্ষণ এবং রাতে আলো জ্বালানোর কাজ বন্ধ থাকবে। সোমবার সন্ধ্যায় হলও তাই। চুঁচুড়া শহরের একাংশ অন্ধকারে ঢেকে গেল। অসুবিধায় পড়েন সকলে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান অসিত রায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    এ নিয়ে পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল জয়দেব অধিকারী বলেন, ‘‘কর্মীরা বেতন পাচ্ছেন না। তাই তাঁরা কাজ বন্ধ করে দিচ্ছেন। জরুরি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন, এটাও সত্যি।’’ তাঁর সংযোজন, ‘‘পুরসভার আয় বৃদ্ধি করতে না-পারলে বেতন সমস্যা মিটবে না। তাই কী করে পুরসভার আয় বাড়ানো যায় তা নিয়ে পর্যালোচনা প্রয়োজন। আশা করছি, পুরসভার চেয়ারম্যান কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন। সবাই দ্রুত কাজে ফিরবেন।’’

  • Link to this news (আনন্দবাজার)