• কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল বিনামূল্যে সিটিস্ক্যান পরিষেবা
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল বিনামূল্যে সিটিস্ক্যান পরিষেবা। সোমবার এই পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সিএমওএইচ জয়রাম হেমব্রম, মহকুমা শাসক শুভম আগরওয়াল। রাতদিন চব্বিশ ঘণ্টাই মিলবে এই পরিষেবা। 


    তৃণমূল সরকার আসার পর ২০১৭ সালে কালনা মহকুমা হাসপাতাল চত্বরে গড়ে ওঠে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা যুক্ত পাঁচতলা সুপার স্পেশালিটি হাসপাতাল। রয়েছে লিফটের সুবিধা। সুপার স্পেশালিটি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা এইচডিইউ, এসএনসিইউ, ডায়ালিসিস, সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা, উন্নত প্যাথোলজি ল্যাব সহ আরও নানা চিকিৎসা পরিষেবা। দীর্ঘদিন ধরে কালনাবাসী হাসপাতালে সিটিস্ক্যান পরিষেবা চালুর দাবি করে আসছিলেন। সাড়ে ৮ কোটি টাকা খরচে পিপিপি মডেলে অত্যাধুনিক সিটিস্ক্যান পরিষেবা চালু হল সোমবার। পাশাপাশি অনলাইনে রোগীর রির্পোট সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হবে। যা জেলায় প্রথম। সিটিস্ক্যানের ৫ মিনিটের মধ্যেই প্লেট রোগীর পরিবারের হাতে দিয়ে দেওয়া হবে। এতে অসুস্থ রোগী দ্রুত চিকিৎসা পরিষেবার সুবিধা পাবেন। 


    কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক আধিকারিক বলেন, হাসপাতালের সিটিস্ক্যান মেশিনটি খুবই উন্নতমানের। সাধারণ মেশিনে কোনও সিটিস্ক্যানে ২ সেকেন্ড লাগলে এখানে লাগবে দশমিক এক ছয় সেকেন্ড। এছাড়াও সিটিস্ক্যান করতে এসে অনেক রোগী আতঙ্কিত বোধ করেন। তাঁদের ভীতি দূর করতে ছাদের সিলিংয়ে লাগানো হয়েছে টিভি স্ক্রিন।


    মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের গর্বের। ধাপে ধাপে হাসপাতাল আজ পূর্ণ আধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে মানুষের পাশে। শুধু কালনা নয়, আশেপাশের নদীয়া, হুগলি জেলা থেকেও বহু রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসছেন। আগেই নানা আধুনিক পরিষেবা থাকলেও সিটিস্ক্যান পরিষেবা ছিল না। ফলে, দুর্ঘটনাগ্রস্ত ও নিউরো সমস্যাজনিত রোগীরা সমস্যায় পড়তেন। এবারও হাসপাতালেই বিনামূল্যে সিটিস্ক্যান পরিষেবা পাবেন রোগীরা। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।


    অন্যদিকে হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ ইউএসজি ও মাইক্রো সার্জারি পরিষেবা। এই বিষয়ে সিএমওএইচ বলেন, আমরা চেষ্টা করছি দু’টি পরিষেবা দ্রুত চালু করার।


    হাসপাতাল সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, হাসপাতালে ভর্তি থাকা রোগীরা সিটিস্ক্যান পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। আউটডোরের রোগীরা স্বাস্থ্যসাথী কার্ডে এই সুবিধা পাবেন। ২৪ ঘণ্টা এই পরিষেবা মিলবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)