• বরাবাজারে স্ত্রীকে মারের অভিযোগে গ্রেপ্তার স্বামী
    বর্তমান | ১৯ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মানবাজার: স্ত্রীকে মারধরের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে বরাবাজার থানার পুলিস। ধৃতের নাম রাজেশ আলি। বরাবাজারের মুসলিম পাড়ার এক গৃহবধূ রবিবার থানায় লিখিত অভিযোগ করে জানান, স্বামী তাঁকে মারধর করছে। পুলিস অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে ওইদিনই গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানতে পেরেছে, ২০১৬ সালে বরাবাজারের মুসলিম পাড়ার বাসিন্দা রাজেশের সঙ্গে ওই যুবতীর বিয়ে হয়। তাঁদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। বিগত এক বছর ধরে রাজেশ তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত বলে অভিযোগ। তবুও কষ্ট সহ্য করে বধূ শ্বশুরবাড়িতে থাকতেন। 
  • Link to this news (বর্তমান)