সংবাদদাতা, বিষ্ণুপুর: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে সাপে কামড়ে ছিল। ১২ দিন পর মৃত্যু হল মহিলার। মৃতার নাম অনিমা কোলে(৪২)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর অনিমাদেবী বাড়ি থেকে কিছুটা দূরে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন।
সেই সময় মাঠের মধ্যে তাঁকে সাপে কামড়ায়। ওইদিন থেকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত হয়। মৃতার এক জামাইবাবু দিলীপ দাস বলেন, শ্যালিকা মাঠের আলপথ দিয়ে পুজো দিতে যাচ্ছিল। তখনই তাকে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে তাকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তার মৃত্যু হয়।