সংবাদদাতা শান্তিনিকেতন: রবিবার রাতে কামালপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম, শেখ ইউনুস(১৮)। তাঁর বাড়ি দুবরাজপুর থানার পাছিয়ারা গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার কামালপুরের কাছে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানের যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সোমবার বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়।