অয়ন ঘোষাল: পারদ পতন অব্যাহত। শক্তপোক্ত ব্যাটিং শীতের। গাঙ্গেয় বঙ্গে সামান্য করে পারদ পতন চলবে। পশ্চিমে পারদ পতনের সূচক অপেক্ষাকৃত বেশি। উত্তরেও শীতের আমেজ।
উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের চার জেলায় মাঝারি কুয়াশা।
শীতের মরশুমের শুরুতেই- পুরুলিয়া ১২, শ্রীনিকেতন ১৩, ঝাড়গ্রাম ১৪, বর্ধমান ১৫। রাজ্যজুড়েই শীতের আমেজ।
সিস্টেম
দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মালদ্বীপের কাছে একটি ঘূনাবর্ত ও একটি অক্ষরেখা রয়েছে। উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।
দক্ষিণবঙ্গে
শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। এরকমই তাপমাত্রা থাকবে এই গোটা সপ্তাহ।
উত্তরবঙ্গ
আজ বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। ঘন কুয়াশার সতর্কতা।
বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। শীতের আমেজ সপ্তাহভর।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি থেকে নেমে ১৮ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি থেকে নেমে ২৭.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা দিনে ৮৮ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ।
ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু করাইকাল কেরল মাহে পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। ঘন কুয়াশার দাপট হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান ও বিহারে। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে।