সোলাপুরের সভায় মহারাষ্ট্রে বিজেপি সরকারের জনতাকে ধোঁকা দেওয়া, সাম্প্রদায়িক বিতর্ক বাঁধানোর চেষ্টা এবং জনতার করের টাকায় অম্বানী-আদানিদের মুনাফা করিয়ে দেওয়ার কর্মকাণ্ডকে আক্রমণ করে কৃষক, শ্রমিকদের স্বার্থে বাম প্রার্থীকে সমর্থনের আবেদন জানিয়েছেন সেলিম। মহারাষ্ট্রে এ বার তিনটি বিধানসভা আসনে লড়ছে সিপিএম। দহনু কেন্দ্রে তাদের বিধায়ক আছে। কলওয়ান আসনে আগে ৭ বার জিতেছে সিপিএম। ওই দুই আসনে সিপিএম লড়ছে এমভিএ জোটের শরিক হিসেবে। সোলাপুর সিটি সেন্ট্রাল কেন্দ্রে বিরোধী জোটের মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ হচ্ছে। সিপিএমের মহারাষ্ট্র রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য অশোক ধওয়েলের বক্তব্য, মোট ৬টি আসন তাঁরা এমভিএ জোটের কাছে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য দাবিপূরণ হয়নি।