• কলকাতার পারদ নামল ১৮ ডিগ্রিতে, কুয়াশার চাদর আট জেলায়, শীতের আমেজ বঙ্গে
    আনন্দবাজার | ১৯ নভেম্বর ২০২৪
  • আরও কমল কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮-য় নেমেছে। পাশাপাশি, আলিপুর জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশায় ঢাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আট জেলা।

    তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াও।

    সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। সেই তুলনায় মঙ্গলবার আরও নেমেছে পারদ। মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনভর পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।

    আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে। সেই কারণেই নামছে পারদ। মঙ্গলবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। সেখানে পারদ নেমে গিয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া , দমদমে ১৭.০ ডিগ্রি, কল্যাণীতে ১৫.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৪.৪ ডিগ্রি, দিঘায় ১৬.৩ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৬.২ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৬ ডিগ্রি, বাঁকুড়ায় ১৭.০ ডিগ্রি, ক্যানিংয়ে ১৮.০ ডিগ্রি, বর্ধমানে ১৫.৮ ডিগ্রি, আসানসোলে ১৬.৮ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ। উত্তরের জেলাগুলির মধ্যে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল দার্জিলিঙে— ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কালিম্পঙে ১৪.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৬.৯ ডিগ্রি, আলিপুরদুয়ারে ১৭.০ ডিগ্রি, কোচবিহারে ১৫.৭ ডিগ্রি, রায়গঞ্জে ১৭.৫ ডিগ্রি এবং মালদহে ২০.২ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

  • Link to this news (আনন্দবাজার)