• চোলাই মদ পাচারে গ্রেফতার ১, উদ্ধার ১০০ লিটার চোলাই মদ
    দৈনিক স্টেটসম্যান | ১৯ নভেম্বর ২০২৪
  • মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থেকে চোলাই মদের পাউচ নিয়ে সবং আসার পথে এক ব্যাক্তিকে হাতেনাতে ধরে ফেলে সবং সার্কেলের আবগারি দপ্তর। এদিন সবং থানার বসন্তপুর এলাকায় ওই ব্যক্তি বাইকে করে চোলাই মদের পাউচ নিয়ে সবংয়ের দিকে যাচ্ছিল। সবং থানার বসন্তপুর এলাকায় তাকে গ্রেফতার করে সবং সার্কেলের আবগারি দপ্তর। তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ লিটার চোলাই মদের পাউচ। আবগারি দপ্তরের কর্মীরা ওই গ্রেফতার করার পাশাপাশি তার বাইকটিকেও আটক করেছেন। সেই সঙ্গে ওই ব্যক্তি আর কোন কোন এলাকায় চোরাই মোদের পাউচ সরবরাহ করত তা ক্ষতিয়ে দেখার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন।

    ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবগারি দফতরের পক্ষ থেকে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযুক্তকে মঙ্গলবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। খড়্গপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃতকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)