• বয়স বাড়লেও লালসা কমেনি! লিফটে নাবালিকাকে যা করল 'বর্বর' বুড়ো...
    ২৪ ঘন্টা | ১৯ নভেম্বর ২০২৪
  • বরুণ সেনগুপ্ত: সোদপুর পানশিলায় আবাসনের লিফটে এক নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনা ঘটল। আবাসনের লিফটে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ।পানিহাটি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর দক্ষিণ পানশিলা অঞ্চলের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। প্রতিবাদে অভিযুক্ত বৃদ্ধের আবাসনের ঘরের সামনে বিক্ষোভ আবাসিকদের। 

    আবাসিকদের অভিযোগ আবাসনের চার তলায় বসবাসরত কমলেশ গাঙ্গুলী নামে এক বৃদ্ধ লিফটের ভেতর এক নাবালিকাকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয় ওই আবাসনে বসবাসকারী মহিলা ও নাবালিকাদের উপর উঠে এসেছে তার অশ্লীল আচরণের অভিযোগ। গোটা ঘটনার অভিযোগ জানানো হয়েছে খড়দহ থানায়। ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে খড়দহ থানায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ওই ফ্ল্যাটে বসবাসরত মহিলারা। ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে অনড় আবাসনের আবাসিকরা।

    উল্লেখ্য, গতকাল আর এক নির্যাতনের ঘটনা সামনে আসে। যৌনাঙ্গে বাইকের চাবি! টিউশনি থেকে ফেরার পথে এবার 'যৌন নির্যাতনে'র শিকার কিশোরী। থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারে। পরিবারের লোকেদের দাবি, ঘড়িতে তখন সাড়ে তিনটা। রবিবার বিকেলের দিকে টিউশনি পরে পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন এই কিশোরী। গ্রামের নির্জন রাস্তায় হঠাত্‍ তার পথ আটকান এক অপরিচিত যুবক। এরপর স্রেফ জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টাই নয়, ওই কিশোরীর যৌনাঙ্গে বাইকের চাবি ঢুকিয়ে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। শেষে প্রবল যন্ত্রণায় যখন সে চিত্‍কার করে ওঠে, তখন চম্পট দেয় অভিযুক্ত। ওই কিশোরীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন  স্থানীয় বাসিন্দারা।

    ওই কিশোরী এখন হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল সূত্রে খবর,  যৌনাঙ্গ রক্তক্ষরণ বন্ধ করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে গতকাল, রবিরার রাতেই। নির্যাতিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

     

  • Link to this news (২৪ ঘন্টা)