• বাসে ‘অভব্যতা’! মহিলার অভিযোগে আটক যুবক, তার পরেই শিয়ালদহে পুলিশ কিয়স্কে ভাঙচুর
    আনন্দবাজার | ১৯ নভেম্বর ২০২৪
  • বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে এক যুবককে আটক করেছিল পুলিশ। শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের একটি পুলিশ কিয়স্কে অভিযুক্তকে বসানো হয়। অভিযোগ, তার পরেই স্থানীয়দের একাংশ পুলিশ কিয়স্কে গিয়ে হামলা চালায়। শিয়ালদহ স্টেশন লাগোয়া ওই পুলিশ কিয়স্কে বাঁশ নিয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। সোমবার রাতের এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলন্ত বাসে এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। দুই যাত্রীর মধ্যে বচসা শুরু হলে হস্তক্ষেপ করে পুলিশ। অভিযুক্তকে আটক করে পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে বসানো হয়। অভিযোগ, তার পরেই স্থানীয় কয়েক জন এসে সেখানে ভাঙচুর চালান। কিয়স্কের কাচের জানলা ভেঙে যায়। গোটা ঘটনা পুলিশের চোখের সামনেই ঘটে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

    প্রত্যক্ষদর্শীদের কয়েক জন জানিয়েছেন, পুলিশ হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। কারও কারও মতে হামলাকারীরা অভিযুক্তের লোকজন। তাঁকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যই পুলিশ কিয়স্কে হামলা চালানো হয় বলে অভিমত তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভব্য আচরণ এবং কিয়স্কে ভাঙচুর— দু’টি ঘটনাতেই অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে লালবাজার। ভাঙচুরের ঘটনায় কয়েক জনকে আটক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

  • Link to this news (আনন্দবাজার)