• 'BJP MLA-দের বেতনে বেলডাঙায় ক্ষতিপূরণ-মন্দির সংস্কার', ঘোষণা শুভেন্দুর
    আজ তক | ২০ নভেম্বর ২০২৪
  • বেলডাঙায় দুর্গা ও কার্তিক পুজোয় সংঘর্ষ প্রসঙ্গে দুষ্কৃতীবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভোট ব্যাঙ্ক' বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গুণ্ডাদের হাতে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। রাজ্য প্রশাসন এ ধরনের সংঘর্ষে দায়ী। 

    মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফালাকাটা, গার্ডেনরীচ, বজবজ, বেলডাঙার কার্তিক পুজো ও রাজাবাজারের কালীপুজোর উদাহরণ টেনে শুভেন্দু বলেন, প্রতিটি পুজোর অনুমতি ছিল, তা সত্ত্বেও সরকার সুরক্ষা দেয়নি। আরও বলেন, "দুষ্কৃতীরা বিশেষ সম্প্রদায় থেকে রয়েছেন বলে পুলিশের সাহস নেই এদের কেশাগ্র স্পর্শ করার।" পুলিশ অনুমোদিত পুজোগুলিতে সুরক্ষা দিতে পারেনি বলে অভিযোগ করেন শুভেন্দু।

    বেলডাঙা নিয়ে বিরোধী দলনেতা বলেন, "হিন্দু, সনাতনীর সংখ্যা কম হলে কী হতে পারে তা দেখতে পারছেন। এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে যাব। যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের তিনভাবে সাহায্য করবে। এফআইআর করায় সাহায্য করবে বিজেপি। ক্ষতিগ্রস্তদের আইনী সাপোর্ট দেওয়া হবে। যত দোকান ভাঙচুর হয়েছে দল বা সনাতনীদের থেকে সংগ্রহ করে আর্থিক ক্ষতিপূরণ দেব। আর যতগুলি মন্দির ভাঙচুর হয়েছে সেগুলি পুনঃসংস্কারের অর্থ দেব। আমাদের ৬৭ জন বিধায়কের বেতন থেকে অর্থ দিয়ে মন্দির সংস্কার করব।"

    প্রসঙ্গত, শনিবার রাতে বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে। যার জেরে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ ওঠে। রেল অবরোধ চলে। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় পুলিশের বিশাল বাহিনী। ওই এলাকায় বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবা। সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (আজ তক)