নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার আবাস প্রকল্প নিয়ে জেলাগুলিকে আগামী ২৩ ডিসেম্বর প্রস্তুত থাকার নির্দেশ দিল রাজ্য সরকার। এই তারিখ আগে ২০ ডিসেম্বর বলা হয়েছিল। সেই সময়সীমাই সামান্য বৃদ্ধি করা হয়েছে। জানা গিয়েছে, ‘ডানা’ ঘূর্ণিঝড়, উৎসবের মরশুম এবং ছ’টি বিধানসভার উপ নির্বাচনের কারণে উপভোক্তা যাচাইয়ের কাজ শেষ হয়েছে ১৮ নভেম্বর । ডেটা এন্ট্রি থেকে শুরু করে প্রাথমিক তালিকা তৈরির কাজ শেষ হবে ২৮ নভেম্বর। তারপর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এক এক করে ব্লক, মহকুমা এবং জেলাশাসকের অফিসে সেই তালিকা টাঙানো হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে গ্রামসভা, মহকুমা ও জেলাস্তরের কমিটির সম্মতি নেওয়ার কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর। এক সপ্তাহের মধ্যে জেলাগুলিকে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।