• খিদিরপুরে নবরূপে চালু পুরসভার ‘স্মার্ট’ স্কুল
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবরূপে চালু হল খিদিরপুরের মোহনচাঁদ রোডে অবস্থিত কলকাতা পুরসভার স্কুল। মঙ্গলবার সেটির উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা, মেয়র পারিষদ অসীম বসু, পুরসভার ৯ নম্বর বরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, স্থানীয় ৭৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ষষ্টী দাস সহ অন্যরা। গোটা স্কুল নয়া রঙে সেজে উঠেছে। বসেছে নতুন রঙিন চেয়ার-টেবিল। বসানো হয়েছে ডিজিটাল বোর্ড, কম্পিউটার। শিশুদের কাছে পড়াশোনা আরও মনোগ্রাহী করে তুলতেই চালু করা হয়েছে এমন স্মার্ট ক্লাস। একটি বহুজাতিক সংস্থার আর্থিক সহায়তায় (সিএসআর ফান্ড) এই স্কুল 

    সংস্কার করা হয়েছে। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, এ নিয়ে মোট ১২টি স্কুল এমন নতুন করে সাজিয়ে তোলা হয়েছে সিএসআর ফান্ডের টাকায়। বিভিন্ন স্কুল মিলিয়ে মোট ২৫টি স্মার্ট ক্লাসরুমও বানানো হয়েছে বেসরকারি আর্থিক সাহায্যে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)