কোর্টের কড়া পদক্ষেপ, রেজিস্ট্রি করে ফ্ল্যাট হস্তান্তর প্রোমোটার সংস্থার
বর্তমান | ২০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোর্টের কড়া নির্দেশ। তাতে শহরে প্রায় কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট শুধুমাত্র হস্তান্তরই নয়, তড়িঘড়ি মালিককে রেজিস্ট্রিও করে দিয়েছে অভিযুক্ত এক প্রোমোটার সংস্থা। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল সূত্রে এ কথা জানা গিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান তথা বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই কড়া নির্দেশ দেয়।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার এক বাসিন্দা প্রায় কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কেনার জন্য প্রোমোটার সংস্থাটির সঙ্গে চুক্তি করেন। এজন্য প্রায় ৯০ শতাংশ টাকা মিটিয়েও দেওয়া হয় প্রোমোটার সংস্থাকে। বাকি টাকা মেটাতে কিছুটা সমস্যা হওয়ায় অভিযোগকারীকে নানাভাবে শুধু হয়রানিই নয়, তাঁকে হাজারও আইনি সমস্যায় জড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সুকৌশলে প্রোমোটার সংস্থাটি বকেয়া টাকাও অভিযোগকারীর কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেয়। কিন্তু তাঁকে ফ্ল্যাটের দখল দেয়নি। শেষ পর্যন্ত মামলাকারী ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। এরপরই ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইব্যুনাল অভিযোগকারীর পাশে দাঁড়ায়।
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ, অভিযুক্ত প্রোমোটার সংস্থাটির কাজকর্মের মধ্যে ছিল না স্বচ্ছতা। নানাভাবে অভিযোগকারীকে হয়রান করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল মনে করছে, অভিযোগকারীকে সুষ্ঠুভাবে ফ্ল্যাটটির দখল বুঝিয়ে দিতে হবে। তার সঙ্গে দ্রুত ফ্ল্যাটটির রেজিস্ট্রিও করে দিতে হবে। কোর্টের ওই নির্দেশের পরই অভিযোগকারীর দখলে আসে ফ্ল্যাটটি।