• বরানগর ও দক্ষিণ দমদমে চলছে পুকুর ভরাট, ক্ষোভ বাসিন্দাদের
    বর্তমান | ২০ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি কলকাতা লাগোয়া বরানগর, দক্ষিণ দমদম পুরসভার। একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠছে সেখানে। চলতি সপ্তাহে দুই পুরসভা এলাকায় দু’টি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে। বরানগর পুরসভা এলাকার বাসিন্দারা পুরসভায় স্মারকলিপিও জমা দিয়েছেন। তারপরও পুরসভার কোনও হেলদোল নেই বলে অভিযোগ।  


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে বরানগরের ১২ নম্বর ওয়ার্ডের মসজিদ বাড়ি লেনের বাসিন্দারা পুরসভায় লিখিত অভিযোগ জমা দেন। তাতে এলাকার অনেকের স্বাক্ষর রয়েছে। তাতে বলা হয়েছে, মসজিদ বাড়ি লেনে দীর্ঘদিন ধরে একটি পুকুর বুজিয়ে বহুতল নির্মাণের চেষ্টা করা হচ্ছিল। কালীপুজোর রাতে ৩৭ গাড়ি রাবিশ ফেলে পুকুর কার্যত ভরিয়ে ফেলা হয়েছে। রাত দিন কাজ চলছে। রাতে বহিরাগতরা এসে সমস্যা বৃদ্ধি করছে। এতে এলকাবাসীরা তীব্র আতঙ্কে রয়েছেন। আমাদের আবেদন, পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়া হোক। যদিও নিয়োগীপাড়া লেনের উপর মসজিদবাড়ি লেনে পুকুর ভরানোর কথা জানেন না বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলার সঞ্চিতা দে। তিনি বলেন, এমন কোনও অভিযোগ আমার কাছে আসেনি। আমি বিষয়টি জানি না।


    অন্যদিকে, দক্ষিণ দমদমের ২ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার এক মিষ্টির দোকানের গলিতেও একটি বড় পুকুর ভরানোর কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে পুকুরটি কৌশলে ভরাট করা হচ্ছিল। ঝোপ-জঙ্গল হওয়ার পর আচমকাই মজে যাওয়া পুকুরে রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলার বিউটি হালদার বলেন, এলাকার একটি পুকুরে ঝোপ-জঙ্গল হয়েছিল। ডেঙ্গু আতঙ্কের জন্য তা পরিষ্কার করার জন্য পুরসভার কাছে চিঠি দিয়েছিলাম। কোথাও কোনও পুকুর ভরাট করা হচ্ছে বলে আমার জানা নেই।
  • Link to this news (বর্তমান)