সদস্য সংগ্রহ কম, প্রাক্তন রাজ্য সভাপতিকে এনে পরিস্থিতির উন্নতি করতে মরিয়া বিজেপি
বর্তমান | ২০ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: মথুরাপুর ও ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচির খুব করুণ দশা। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তার ধারেকাছেও আসতে পারেনি এই দুই সাংগঠনিক জেলা। মুখ বাঁচাতে তাই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আনা হয়েছিল মঙ্গলবার। তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এবং পরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে যান। তবে এই উদ্যোগে সদস্য সংগ্রহ কতটা গতি পাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
জানা গিয়েছে, ডায়মন্ডহারবারে টার্গেট দেওয়া হয়েছিল ৫০ হাজার সদস্য সংগ্রহের। অথচ সংগ্রহ হয়েছে মেরেকেটে ১০ হাজার। আর মথুরাপুর সাংগঠনিক জেলার টার্গেট সাড়ে তিন লক্ষ দেওয়া হলেও মাত্র ৫০ হাজারের কিছু বেশি সদস্য নাম নথিভুক্ত করেছেন। কিন্তু কেন এই হাল? বিজেপির অন্দরের খবর, সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি অনেক কর্মী বসে গিয়েছেন। সদস্য সংগ্রহ অভিযানে সেভাবে অনেক নেতা, কর্মীদের নামতে দেখা যায়নি। প্রবীণ নেতাদের আশঙ্কা, রাজ্য নেতাদের এনেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হবে না।
এদিকে, কম সদস্য সংগ্রহ প্রসঙ্গে দিলীপবাবু কোনও মন্তব্য করেননি। তবে তিনি বিভিন্ন মানুষকে বিজেপির সদস্য হতে আহ্বান জানান।