সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা শাসকের অফিসের সামনে কুলপি রোডে রোজ পড়ে থাকে ইমারতি দ্রব্য। এর কিছু আগে বারুইপুর পুলিস জেলা সুপারের অফিসও। ইমারতি দ্রব্য পড়ে থাকায় যাতায়াতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গাড়িচালক থেকে পথচারীদের। অভিযোগ, এই বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই। এই প্রসঙ্গে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, দ্রুত এই বিষয়টি দেখা হচ্ছে। এই কুলপি রোড ধরে রোজ কয়েকশো গাড়ি চলাচল করে। বারুইপুর স্টেশন, হাসপাতাল যেতে এই রাস্তাই ভরসা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রোজই সকালে রাস্তায় বালি বা স্টোন চিপ ফেলে রাখা হয়। এজন্য চাকা স্লিপ খেয়ে অনেক সময়েই গাড়ি উল্টে যায়। বারংবার বলা হলেও কোনও কাজ হয়নি। বড় দুর্ঘটনা ঘটলে তবেই টনক নড়বে প্রশাসনের। ওই বাসিন্দাদের আরও অভিযোগ, পুলিস প্রশাসন থেকে মহকুমা প্রশাসনের লোকজনও এর পাশ দিয়েই যাতায়াত করেন। কিন্তু তাঁরা সব দেখেও চুপ থাকেন। অবিলম্বে এই ইমারতি দ্রব্য ফেলা বন্ধ করতে হবে।-নিজস্ব চিত্র