অর্ণব দাস, বারাকপুর: তৃণমূল আয়োজিত রক্তদান শিবিরে কংগ্রেস প্রার্থী। তা নিয়ে শোরগোল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। ‘উপনির্বাচনেও ইন্ডিয়া জোট’, খোঁচা দিলেন স্থানীয় বিজেপি নেতারা।
জানা গিয়েছে, মঙ্গলবার নৈহাটির অন্তর্গত মামুদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন নৈহাটি উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী পরেশ সরকার। তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। পরেশবাবুর দাবি, তিনি বহুবছর ধরে রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত। তাঁর কথায়, “আমার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি অন্য পরিচয় আছে। আমি রক্তদান আন্দোলনের একজন সৈনিক। এখনও পর্যন্ত আমি ১৫৩ বার রক্তদান করেছি।” তাঁর কথায়, “রক্তদান শিবিরে দলের রং বিচার করা উচিত নয়।”
পরেশবাবু নিজের স্বপক্ষে যুক্তি দিলেও খোঁচা দিতে ছাড়েননি রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। তিনি বলেন, “উনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। উপনির্বাচনের প্রার্থী, তাই রাজনৈতিক ব্যানারে আয়োজিত রক্তদান শিবিরে ওনার যোগদান নিয়ে প্রশ্ন আসবেই।” তৃণমূলের কর্মসূচিতে কংগ্রেস প্রার্থীর যোগকে ‘উপনির্বাচনেও ইন্ডিয়া জোট’ বলে খোঁচা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। তৃণমূল প্রার্থী সনৎ দে জানিয়েছেন, “আমিও ওই রক্তদানে গিয়েছিলাম, কিন্তু ওনাকে দেখিনি। তবে পরেশবাবু দীর্ঘদিন ধরেই রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত। আর রক্তদান একটি সামাজিক অনুষ্ঠান, তাই যে কেউ আসতে পারেন।”